তোমার চোখে আলো -আঁধারের রসময় খেলা।
রবি আর শশী খেলা করে বেলা- অবেলা।
পূর্নিমার নেই হিসাবের দিন-ক্ষণ
সর্বদা সেথা মধু-লগন.
সর্বদা সেথা মহামিলন,দেহে হিল্লোল,
চক্ষু বাঙ্ময় ঠোঁটে কলরোল।
মদির -সুধা সেথা নির্ভেজাল জলে।
প্রচন্ড ক্লান্তি সেথা নাকি ভোলা যায়
শ্রান্তি সেথা ধুয়ে মুছে আনে প্রশান্তি।
কিন্তু কেন.?
হয়ে ছিল কি কোনো রক্ত ক্ষরণ
সে হৃদয়ের ঘটেছিল কি কোন ব্যবচ্ছেদ !
বয়েছিল কি মধুমতি দুকুল ছাপিয়ে ।
ভাসিয়ে নিয়ে সব কূল ।
তবে কেন অভাজনে করো এত হেলা।
নাইবা ভাসালে কৌশলে, ছলে সে ভেলা।
No comments:
Post a Comment